দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ট্রেনের পরিষেবা বন্ধ করে দিল রেল মন্ত্রক। অর্থাৎ সমস্ত রকম মেল ও এক্সপ্রেস ট্রেন, প্রিমিয়াম ট্রেন, লোকাল ট্রেন, কলকাতা মেট্রো ও কোঙ্কন রেল বন্ধ থাকবে।
এর অর্থ, কাল সোমবার থেকে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ এবং হাওড়া শাখায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কোনও লোকাল ট্রেন চলবে না। কলকাতা মেট্রো রেলও আজ রাত ১২ টার পর থেকে বন্ধ থাকবে। তা ছাড়া কলকাতার চক্র রেলও চলবে না।
তবে প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করলেও দেশের মধ্যে জরুরি পরিষেবা চালু রাখতে ও অত্যবশকীয় পণ্য পরিবহণের জন্য পণ্যবাহী ট্রেন চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে রেল।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps