এলাহাবাদ, ২৮ নভেম্বর: এলাহাবাদ হাইকোর্টে জামিন পেলেন শারজিল ইমাম। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র শারজিল ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী বক্তৃতা দেওয়ার অভিযোগ রয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় ২০১৯ সালে শারজিল জামিয়া নগরে দেশ বিরোধী বক্তব্য পেশ করেছিলেন বলে অভিযোগ।
দেশদ্রোহের অভিযোগে শারজিল ইমামের বিরুদ্ধে অসম সহ মোট ছয়টি রাজ্যের পুলিশ এফআইআর দায়ের করে। উল্লেখ্য, দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে লাগাতার অবস্থান বিক্ষোভ চলেছিল, সেখানে শারজিল বক্তব্য রাখেন। তাঁর সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও কাটছাঁট করে দেখানো হয়েছে বলেও পাল্টা অভিযোগ রয়েছে।