দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ড নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসন ও পুলিশের শীর্ষস্থানীয় অফিসারদের ডেকে পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ নির্দেশ দিয়েছে, হাথরস গণধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসন ও পুলিশের শীর্ষস্থানীয় অফিসারদের আদালতে উপস্থিত হতে হবে।
আগামী ১২ অক্টোবর তাঁরা কোর্টে হাজিরা দেবেন। সেই সঙ্গে মৃতার পরিবারও আদালতে উপস্থিত থাকবেন। আদালত তাঁদের কাছে জানতে চাইবে, পুলিশ কি সত্যিই জোর করে রাত দু’টোর সময় মেয়েটির দেহ পুড়িয়ে দিয়েছিল?
কোর্ট এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘হাথরসের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে। এর ফলে ওই তরুণীর মানবাধিকার ও অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের মানবাধিকারও লঙ্ঘিত হয়েছে। ওই তরুণীর মৃত্যুর পরে যা ঘটেছে বলে শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে মৃতের পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হয়েছে।’