দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাঁচলায় জয়রামপুরে ১৮৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ।
এদিকে শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট স্থগিত। এই বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আগামীকাল শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শীতলকুচির ওই বুথে ভোট প্রক্রিয়া বানচালের চেষ্টা করেছিল। তাদের প্রতিরোধ করেছিলেন স্থানীরা। সৌগত রায়ের অভিযোগ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের পিছনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য ছিল। পুরো পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি জানিয়েছেন সৌগত রায়।