দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শীতলকুচির পাগলাপীরে সিআরপিএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃতের সংখ্যা বেড়ে ৪ বলে জানা গেছে। নিহতরা তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের।
জানা গেছে, শনিবার সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি অশান্ত ৷ শীতলকুচির জোড়া পাটকিতে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় ৷ ২৬৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভোটদানে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি শীতলকুচির পাগলাপীরে এই গুলি চলার ঘটনা ঘটে ৷ ঘটনাকে কেন্দ্র রণক্ষেত্রের চেহারা নিয়েছে শীতলকুচি।