দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে কলকাতা ও হাওড়ায়। রণক্ষেত্রে পরিণত হয় দুই শহরের বিস্তীর্ণ এলাকা। পুলিশের ব্যারিকেড পেরিয়ে নবান্নে পৌঁছতে গিয়ে বাধার মুখে হিংসাত্মক হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। পালটা লাঠি চালায় পুলিশ। ছোড়ে টিয়ার গ্যাসের সেল।
এ ঘটনায় বেআইনি জমায়েত করার অভিযোগে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারি আইনে অভিযোগ আনা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই বৃহস্পতিবার কলকাতায় বিশাল জমায়েতে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যক্তিরা।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, রাকেশ সিং, ভারতী ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের নাম। তবে তালিকায় নেই দিলীপ ঘোষের নাম। এ ব্যাপারে মুকুল রায় বলেছেন, এই সরকারই বলেছিল, গণআন্দোলনে পুলিশ যাবে না। অথচ তারাই পুলিশ পাঠাচ্ছে। পুলিশ নির্ভর হয়ে কোনও সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না।