দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরে আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।
এর আগে বাংলাদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হল বাংলার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশ জুড়েই ছড়িয়ে রয়েছে মতুয়ারা।
নির্বাচন কমিশনে দেওয়া তৃণমূলের অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হয়েছে। তৃণমূল বলেছে, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তিন্তু সময় নিয়েই আপত্তি। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যান ২৬ মার্চ আর ফিরে আসেন ২৭-এ মার্চ। তৃণমূলের তরফে বলা হয়েছে বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবসে যোগ দেওয়া এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যোগ দেওয়া নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু তাদের আপত্তি রয়েছে প্রধানমন্ত্রী সফরে বাকি কর্মসূচি নিয়ে। রাজ্যের একটি অংশের ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কর্মসূচি রাখা হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের।
শনিবার যখন রাজ্যে প্রথমদফার নির্বাচন চলছে সেই সময় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ধর্মস্থানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রার্থনাও করেন। প্রধানমন্ত্রী গিয়েছিলেন সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরেও। বাংলার নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রী এইসব জায়গায় গিয়েছিলেন বলে অভিয়োগ তৃণমূলের। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও শনিবার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাদেশে গিয়ে মন্দিরে মোদী বক্তব্য রেখেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখেই। যদিও প্রধানমন্ত্রী মোদী তাঁর বাংলাদেশ সফরের কোথাও বাংলা নির্বাচন সম্পর্কে কোনও মন্তব্য করেননি।