Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মন্দির চত্বরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ফের প্রশ্নের মুখে দিল্লির নারী সুরক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মন্দির চত্বরে ৪ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ফের প্রশ্নের মুখে দিল্লির নারী সুরক্ষা। জানা গিয়েছে, মেয়েটি সেদিনও মায়ের হাত ধরে গিয়েছিল মন্দিরে। আগেও সে গিয়েছে একাধিকবার। যখন মা মগ্ন ছিল পুজোয়, মেয়ে বিভোর খেলায়। মন্দিরের বাইরেটাতেই সে খেলছিল। এরপর চার বছরের নিষ্পাপ শিশুটিকে মন্দির চত্বরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ততক্ষণে মন্দিরে পুজো সেরে, মেয়ের খোঁজে উদভ্রান্ত মা। এমন তো হয় না। মন্দিরের মধ্যেই কোথাও নিজের খেলার জায়গাটুকু করে নেয়। শেষপর্যন্ত মন্দির চত্বরেই মেয়েকে তিনি পান। অবিন্যস্ত, ছটফটে মেয়ে নিস্তেজ হয়ে শুয়েম রয়েছে। দেখে খটকা লাগে। আরও কিছু অস্বভাবিকতাও লক্ষ করেন। তাই বাড়ি না ফেরে, আগে যান ডাক্তারের কাছে।

মেয়েকে ধর্ষণ করা হয়েছে শুনে, মায়ের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কোনও ক্রমে নিজেকে সামলে যান থানায়। পুলিশের কাছে লিখিত ভাবে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে বহির দিল্লির এই ঘটনায় পুলিশ ওই মন্দির চত্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ রুজু করেছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!