দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হরিয়ানায় পদত্যাগ করলেন রামকুমার গৌতম। বিজেপির জোট শরিক দুষ্মন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির নেতা ছিলেন গৌতম। তাঁর অভিযোগ, বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দুষ্মন্ত নিজে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন। কিন্তু নিজের দলের বিধায়কদের কোনও পদ দেননি। ৭৩ বছর বয়সী রামকুমার গৌতম বলেন, ‛দুষ্মন্ত চৌতালার মনে রাখা উচিত, তিনি বিধায়কদের সাহায্যেই উপমুখ্যমন্ত্রী হতে পেরেছেন।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
গত অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট হয়। কোনও দলই গরিষ্ঠতা পায়নি। এরপর বিজেপি দুষ্মন্তকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে। রামকুমার গৌতমের দাবি, ভোটের পর যে তাঁদের দল বিজেপির সঙ্গে আঁতাত করতে চলেছে, তা বিধায়করাও জানতেন না। তাঁর অভিযোগ, উপমুখ্যমন্ত্রী একাই সবকটি গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন। বাকি বিধায়করা তাহলে কী করবেন? এহেন পরিস্থিতিতে হরিয়ানায় জোট সরকার টিকবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন