Wednesday, February 5, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

ক্রিকেটার না হয়েও এশীয় ক্রিকেট সংস্থার মসনদে অমিত পুত্র জয় শাহ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তিনি কখনও ক্রিকেটই খেলেন নি। এমনকি ভারতীয় জাতীয় দলের কোনো ক্রিকেটারও নন। কিন্তু তার পরেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে। যদিও এই নিয়ে তীব্র বির্তক রয়েছে। অনেকেই মনে করেন এর পিছনে তার বাবা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হাত রয়েছে।

এবার সেই জয় শাহের মুকুটে আরও এক নতুন পালক জুড়ল। এবার তিনি এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এদিন সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয় তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় এলেন তিনি। ২৪ জন সদস্য নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রত্যেকেই জয় শাহর প্রেসিডেন্ট নির্বাচন মেনে নিয়েছে।

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁর মতে, এশিয়ান ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবেন জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে বিসিসিআই সচিব জয় শাহ।

Leave a Reply

error: Content is protected !!