Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আপ বিধায়ককে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত কেজরির দলের কর্মী! উত্তাল রাজধানী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি দখলের কয়েক ঘণ্টা পরেই সন্ত্রাসীর গুলিতে নিহত হলেন আম আদমি পার্টির এক কর্মী! নিহত ওই কর্মীর নাম অশোক মন। নিহত এই আপ কর্মী ছাড়াও আরও এক জন আপ কর্মীর গায়েও গুলি লাগে। তিনি হাসপাতালে ভর্তি। দিল্লির মেহরৌলির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটে জেতার পরে মেহরৌলির একটি মন্দিরে গিয়েছিলেন আপ বিধায়ক নরেশ যাদব। সেখান থেকে ফেরার সময়ে আচমকা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। কিন্তু সেই গুলি তাঁর গায়ে লাগেনি, অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে গুলি লেগে প্রাণ হারান তাঁর সঙ্গে থাকা আপ কর্মী অশোক মন।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!