Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপি’‌র নবান্ন অভিযানে আটকে গেল অ্যাম্বুলেন্স, মারা গেলেন মুমুর্ষূ রোগী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির নবান্ন অভিযানের নামে শহরে যে তাণ্ডব হল তাতে রেয়াত করা হল না মুমুর্ষূ রোগীকেও। এদিন অবরুদ্ধ হাওড়া শহরে ঢুকতেই পারল না অ্যাম্বুলেন্স। তার জেরে প্রাণ গেল অসুস্থ রোগীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জি হাটে।

স্থানীয় সূত্রে খবর, মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরীতলা লেনের বাসিন্দা ছিলেন সৌরভ সাঁতরা (‌৫১)‌। গ্যাংগ্রিন হওয়ায় ডান পা বাদ দিতে হয়েছিল। নার্সিংহোম থেকে বাড়িও ফিরেছিলেন।

বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয় চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে যেতে। সৌরভবাবুর শ্বশুর শান্তিকুমার মিত্র অ্যাম্বুলেন্সে যোগাযোগ করেন। বারবার ফোন করেন অ্যাম্বুল্যান্স ‌চালককে। চালক ব্যর্থ গলায় জানান, কোনও রাস্তা দিয়েই তিনি ঢুকতে পারছেন না।

অবশেষে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না। তিনি মারাই গেলেন। হাওড়া জেলা স্কুলের প্রাক্তনী সৌরভবাবু সোনা–রুপোর ব্যবসা করতেন। এই ঘটনার পর তাঁর শ্বশুর শান্তিকুমার মিত্র ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘‌ভারতীয় জনতা পার্টির জমায়েত আমার বড় মেয়েকে বিধবা করে দিল।’

 

Leave a Reply

error: Content is protected !!