দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এত দিন পর্যন্ত অভিযোগ উঠছিল আমফানে সব হারানো মানুষগুলোর ত্রাণও চুরি করেছে তৃণমূল সরকার। মঙ্গলবার সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
আদালত বলেছে, কাদের ত্রাণ পাওয়ার কথা অথচ পাননি, কেন পাননি, কী প্রক্রিয়ায় ঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বন্টন হয়েছিল, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যদি ত্রাণ না পেয়ে থাকেন তাহলে তাঁরা কেন পাননি—এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে।