Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, গুলিতে নিহত দলের কর্মী আমির আলি, আহত ১২

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। ফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। দলের যুব এবং মাদার সংগঠনের কোন্দলে বুধবার ভোররাতে চলল গুলিবোমা। ঘটনায় গুলিতে নিহত বছর পঞ্চাশের আমির আলি সর্দার নামে এক তৃণমূল কর্মী। আহত ১২ জন। অভিযোগের তীর যুব তৃণমূলের দিকে। সাতসকালে এমন গোলাগুলির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ফুলমালঞ্চ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় হঠাৎই যুব তৃণমূলের সদস্যদের সঙ্গে বিবাদ বাঁধে স্থানীয় তৃণমূল কর্মী, সদস্যদের। কথাকাটাকাটি চরমে ওঠায় শুরু হয় গোলাগুলি। অভিযোগ, যুব তৃণমূলের সদস্যরা প্রথমে গুলি চালায়। চলে বোমাবাজিও।

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি এদিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলেন। সেসময় গুলি লাগে তার শরীরে। আহত হয়েছেন দু পক্ষের আরও ১২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এই মুহূর্তে এলাকা থমথমে। অশান্তি এড়াতে মোতায়েন বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!