Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যে নাটক করতে এসেছেন অমিত শাহ, আক্রমণ ফিরহাদের, আসন দখল নিয়ে দিবাস্বপ্ন দেখছেন, কটাক্ষ সৌগতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে নাটক করতে এসেছেন অমিত শাহ, এবাভেই আক্রমণ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অপর দিকে বিজেপির আসন দখল নিয়ে অমিত শাহ দিবাস্বপ্ন দেখছেন বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি অমিত শাহ আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্ন ভোজন নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল।

এদিন বাঁকুড়ায় গিয়ে অমিত শাহ বলেন, মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে দুই তৃতীয়ংশ আসন দখল করবে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ সোনার বাংলা গড়ার ডাক দেন। তিনি বলেছেন, দেশের সুরক্ষায়, আর্থিক সুরক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপির শাসন জরুরি।

অমিত শাহের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে সাংসদ সৌগত রায়। উভয়েরই মন্তব্য রাজ্যে দুই তৃতীয়াংশ আসন দখলের কথা বলে দিবাস্বপ্ন দেখছেন অমিত শাহ। আর আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজনটা অমিত শাহের নাটক। ফিরহাদ হাকিম বলেছেন, রাজ্যে গরিব, দলিত, আদিবাসীদের স্বার্থ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে ঠাকুর বাড়ি সংস্থার থেকে শুরু করে বড়মার চিকিৎসা, বিশ্ববিদ্যালয় তৈরি সবটাই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে।

তিনি বলেন, মানুষ জানে বিজেপি হল, উচ্চবর্ণের দল। বড় লোক আম্বানি, আদানিদের পার্টি। তিনি আরও বলেন, উত্তর প্রদেশের ঘটনা ঢাকতে পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। ভোটের সময় আদিবাসী আর মতুয়াদের কথা মনে পড়ে। না মতুয়া না, আদিবাসী কারও সঙ্গেই বিজেপি নেই। তিনি কটাক্ষ করে বলেন, খেলে আর তোয়াজ করলেই সবটা হয় না। বাংলা অমিত শাহদের কাছে গুজরাতের কাছে মাথা নিচু করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছেন সৌগত রায়। অমিত শাহের প্রতি তাঁর বার্তা আগে নিজেদের পার্টিটাকে সামলান। কবে আবার খুনোখুনি শুরু হয়ে যাবে। মন্তব্য করেছেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!