দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সাংগঠনিক বৈঠকে তুমুল উত্তেজনা, হাতাহাতি! বৈঠক থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন যুবনেতা। এবং শেষপর্যন্ত মারা গেলেন! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে।
বিজেপি সূত্রে খবর, এদিন হেস্টিংসে দলের কার্যালয়ে সংগঠনের তিন জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুবমোর্চার রাজ্য নেতারা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজু সরকারও। যুবমোর্চার অত্যন্ত পরিচিত নেতা তিনি। যখন বিজেপিতে ছিলেন, তখন মুকুল রায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন রাজু। ইদানিং দলের অন্যতম প্রথমসারির নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল তাঁর।
কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল? গেরুয়াশিবিরের অন্দরের খবর, যুবমোর্চার বৈঠকে ডায়েরি চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। উত্তেজনার মাঝে অসুস্থ বোধ করেন রাজু। বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণ পর অবশ্য় সিড়ি দিয়ে চারতলায় ওঠে ফের যোগ দেন বৈঠকে। এরপর দ্বিতীয়বার যখন বৈঠক থেকে বেরিয়ে যান, তখন সিড়িতেই অসুস্থ হয়ে পড়েন বিজেপির ওই যুবনেতা। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, কিন্তু সেখানে ভর্তি করা যায়নি। শেষপর্যন্ত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রাজু সরকার।