Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফানে ভেঙেছে হাজার হাজার গাছ, সবুজ ফেরাতে ১০ দিনের প্রচারাভিযান এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : আমফানের তাণ্ডবে তছনছ রাজ্যের বহু জেলা। হাজারে হাজারে গাছ মাথা নুইয়ে পড়েছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে শুধুমাত্র শহর কলকাতাতেই প্রায় ১৫ হাজার গাছ ভেঙে পড়েছে। ধ্বংস হয়ে যাওয়া সেই সবুজ ফেরাতে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে দশ দিনব্যাপী “সৃষ্টির সুরক্ষা | স্রষ্টার নির্দেশনা” শীর্ষক পরিবেশ সচেতনতা ক্যাম্পের পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির রাজ্য সভাপতি ওসমান গনি কর্মীদের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করে গোটা রাজ্যে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস থেকে বৃক্ষরোপণ, সাফাই অভিযান, পরিবেশ সচেতনতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এই ক্যাম্পেন শুরুর কথা জানিয়েছেন ওসমান। তবে সামাজিক দূরত্ব বিধি মেনেই সকল কর্মকাণ্ড পরিচালিত করতে হবে বলেই কর্মীদের নির্দেশ দিয়েছেন এই ছাত্রনেতা। সার্কুলার জারি হতেই রাজ্যজুড়ে তৎপরতা শুরু করেছে সংগঠনটির কর্মীরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!