দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভারতে প্রতিদিন গড়ে খুন হয় ৭৯ জন করে খুন হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র বার্ষিক অপরাধ তথ্য এমনটাই জানান হয়েছে। সেখানে বলা হয়েছে ২০১৯ সালে ভারতে রোজ গড়ে ৭৯ জন খুন হয়েছেন। গোটা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সবমিলিয়ে ২৮ হাজার ৯১৮টি খুনের মামলা দায়ের হয়েছে। ২০১৮ সালের নিরিখে দেখলে, খুনের সংখ্যা দেশে অতি সামান্যই কমেছে। ০.৫ শতাংশও নয়! ২০১৮ সালে সারা দেশের বিভিন্ন থানায় মোট ২৯ হাজার ০১৭টি খুনের মামলা দায়ের হয়েছিল। নির্ভুল হিসেবে, দেশের খুনের মতো অপরাধ ০.৩ শতাংশ কমেছে।
এর মধ্যে বিবাদের জেরে খুনের ঘটনায় মামলার সংখ্যা ৯,৫১৬টি। দেশে সর্বাধিক খুনের কারণই হল বচসার জের। এর পরেই রয়েছে ব্যক্তিগত শত্রুতার জেরে খুন। এমন মামলার সংখ্যা ৩,৮৩৩টি। অন্যান্য ক্ষেত্রে খুনের ঘটনা ২,৫৩৭টি।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে অপহরণের ঘটনা কমেছে। ২০১৯ সালের নথিভুক্ত রেকর্ড অনুসারে অপহরণের ঘটনা কমেছে ০.৭ শতাংশ। এনসিআরবি’র রেকর্ড জানাচ্ছে, ২০২৯ সালে ১,০৫৭৩৪টি অপহরণের মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনার শিকার ১,০৮,০২৫ জন। সেখানে ২০১৮ সালে অপহরণ মামলার সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৭৩৪টি।