Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গুজরাতের চেয়ে পশ্চিমবঙ্গে ব্যবসা করা সহজ, জানাল মোদী সরকারই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা উন্নয়নের গুজরাত মডেলের কথা বলে এসেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের সমীক্ষাতেই দেখা গেল, ব্যবসায় সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গুজরাতের স্থান ১০ নম্বরে।

কোন রাজ্যে ব্যবসা করার সুযোগ-সুবিধা কত বেশি, তা নিয়ে শনিবার একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার। তাতে ১০ নম্বরে নাম আছে বিজেপি শাসিত গুজরাতের। অন্যদিকে মোদীর রাজ্যের থেকে একধাপ উপরে, অর্থাৎ নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ‘স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান ২০১৯’ নামে এক রিপোর্ট প্রকাশ করেন। তাতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের র‍্যাঙ্কিং করা হয়েছে। ওই তালিকায় গত কয়েক বছরের মতোই শীর্ষস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ ওই রাজ্যটিই ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার লক্ষ্যে ব্যবসার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করেছে।

যে মাপকাঠিগুলির ভিত্তিতে রাজ্যগুলির র‍্যাঙ্কিং করা হয়েছে, তার মধ্যে আছে কন্সট্রাকশন পারমিট, শ্রম বিধি, পরিবেশগত নিয়মকানুন, তথ্য পাওয়ার সুবিধা, জমি পাওয়ার সুবিধা এবং সিঙ্গল উইন্ডো সিস্টেম। রেলমন্ত্রী পীযূষ গয়াল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী হরদীপ সিং পুরি এবং সরকারের উচ্চপদস্থ অফিসারদের উপস্থিতিতে অর্থমন্ত্রী এদিন রাজ্যগুলির র‍্যাঙ্কিং প্রকাশ করেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!