দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নতুন দলে নাম লেখালেন বিক্ষুব্ধ নেতারা। বুধবার পার্কসার্কাস এলাকার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করেন মিমের বিক্ষুব্ধ নেতারা। সেখানেই ইন্ডিয়ান ন্যাশনাল লিগে যোগ দেন সদ্য মিম থেকে পদত্যাগ করা নেতা সৈয়দ জামিরুল হাসান।
দলবদলের পর জামিরুল হাসান বলেন, ‘‘ছ’বছর ধরে এআইএমআইএম করেছি। ওয়েসী সাহেব আমাদের না জানিয়ে মিমের দায়িত্ব দিয়ে আসেন আব্বাস সিদ্দিকির হাতে। তিনি যদি ভাল লোককে দায়িত্ব দিতেন, তা হলে মেনে নিতাম। আমাদের নেতা-কর্মীরা ভাল ভাবে নেননি।’’
তাঁর আরও অভিযোগ, ‘‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে আব্বাস কংগ্রেস ও বামদের সঙ্গে জোট গড়েছেন। কিন্তু মাত্র ১-২ শতাংশ সংখ্যালঘু ভোটের ওপর নিয়ন্ত্রণ রয়েছে আব্বাসের। শুধু ওয়েসী সাহেব আমাদের উপেক্ষাই করেননি, ভোটের সময় আমাদের অথৈ জলে ফেলে দিয়েছেন। তাই বাধ্য হয়েই দলবদল করলাম।’’