Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আনিস খানের ভাইয়ের উপর হামলা, পরপর মারা হল ধারালো অস্ত্রের কোপ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে জট কাটতে না কাটতেই এবার আক্রান্ত আনিস খানের খুড়তুতো ভাই। শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আনিস-হত্যা মামলায় অন্যতম সাক্ষী এই সলমন। সূত্রের খবর, আনিসের মামলা নিয়ে সব সময়ই খুব সক্রিয় থাকতেন সলমন।

শুক্রবার রাত ১টা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সলমনের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। একাধিক কোপ মারা হয় তাঁকে। এমনটাই জানিয়েছেন আনিসের দাদা সাবির খান। সাবির জানিয়েছেন, সলমনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। অভিযোগ, শুক্রবার রাতে সলমনের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে তাঁর ওপর টাঙ্গি দিয়ে আক্রমণ করা হয়।

সলমনের মাথার পিছনের দিকে একাধিক অস্ত্রের কোপ মারার পর তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁর স্ত্রী এসে সবাইকে ডাকাডাকি করেন। পরে সলমনকে আক্রান্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উলুবেরিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Leave a Reply

error: Content is protected !!