Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আনিস খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, দাবি এসআইওর

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস খানকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ উঠেছে। স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানায়। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “আনিস খান সমাজের একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “সিএএ-এনআরসি আন্দোলনের প্রথম সারিতে থাকা আনিস খানের প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই তাঁর এই পরিণতি হল কি না খতিয়ে দেখতে হবে।” উল্লেখ্য যে, পুলিশের পোশাকে রাত ১টা নাগাদ বাড়িতে ঢোকে চার জন। তারপর তিন তলার ছাদ থেকে ছাত্রনেতাকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে আনিস খানকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। সাবির আহমেদ তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “আনিশ খানের পরিচয় হল তিনি একজন প্রতিবাদী ছাত্র। আমরা ন্যায় বিচারের লড়াইয়ে পরিবারের পাশে আছি।”

Leave a Reply

error: Content is protected !!