দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে আগেই অনেক শিল্পী, খেলোয়াড় তারকারা তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। বিজেপির সঙ্গে জোট থেকেও বেড়িয়েছে অকালি দল। এবার পদত্যাগ করলেন বিজেপির জোটসঙ্গীর আরও এক সাংসদ। বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের কনভেনর হনুমান বেনিওয়াল শনিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। কৃষক আন্দোলন ছাড়াও অন্যান্য জনমুখী ইস্যু নিয়ে সরব হয়েছিলেন তিনি। কিন্তু তাতে কোনও ফল হয়নি বল পদত্যাগ করেছেন বেনিওয়াল।
সাংসদের কথায়, ‘জনমুখী বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলেছিলাম আমি, কিন্তু দুঃখের বিষয় তা নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পদক্ষেপই যদি না নেওয়া হয়, তবে সংসদীয় কমিটি কোনও যৌক্তিকতাই নেই।’ তিনি আরও বলেন, ‘সেই ইস্যুতে কর্ণপাত না করা এবং কৃষক বিক্ষোভের কারণেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’
রাজস্থানের নগৌর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হনুমান বেনিওয়াল। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক শিল্পের জন্য সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি এবং কৃষি আইন নিয়ে স্বামীনাথন কমিশনের প্রস্তাবটি কার্যকর করতে কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়েছিলেন বেনিওয়াল।