দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার জোড়া মৃতদেহ ভেসে এসেছে মালদার মনিকচকের গঙ্গায়। রবিবার সকালে ফের একটি মৃতদেহ ভেসে এল গঙ্গায়। দু’দিনে ৩টি মৃতদেহ ভেসে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে মানিকচকের ভূতনী দ্বীপের বাঁধের ধারে নদীর জলে সাদা প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। তাঁরাই গ্রামবাসীদের খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। খবর পেয়ে আধিকারিকরা এলাকায় গিয়েছেন।
এর আগে শনিবার মানিকচক ব্লকের উত্তর কেশরপুর এলাকার গঙ্গাবক্ষে ভেসে ওঠে ২টি মৃতদেহ। দেহ ২টি মোড়া ছিল কমলা রঙের প্লাস্টিকে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করতে ওই এলাকায় আসেন পুলিশ এবং মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দেহ স্থানীয় কারও নয়। প্রাথমিক অনুমান, দেহগুলি বেশ কয়েক দিনের। এগুলি কোভিড রোগীদেরই কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। কিন্তু দেহগুলি কোথা থেকে ভেসে এসেছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।