দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শহর কলকাতায় গ্রেফতার আরেক ভুয়ো অফিসার। কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব নিজেকে পরিচয় দিতেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে। পুলিশ যাঁকে গ্ৰেফতার করেছে সেই ব্যক্তি নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে পরিচয় দিতেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সনাতন চৌধুরী। সিঁথি এলাকা থেকে সনাতন চৌধুরীকে গ্ৰেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। সনাতন বাবুর গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়ির সামনে সিবিআই স্টিকার লাগানো রয়েছে। নীল বাতিও লাগানো রয়েছে গাড়িতে। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, অভিযুক্ত সনাতন চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। বরানগর এলাকায় বাড়ি তাঁর। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে সে।
গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ জমা পড়ে সনাতন বাবুর নামে গড়িয়াহাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হল সনাতন চৌধুরীকে। সোশ্যাল মিডিয়ায় সনাতন বাবু নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে পরিচয় দিতেন। সনাতন চৌধুরী আরও প্রতরণা চক্রের সঙ্গে জড়িত কিনা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।