দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন (সিএএ), এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতা করে পথে নামল মুম্বই। শহরের ঐতিহাসিক আজাদ ময়দানে প্রায় কয়েক হাজার প্রতিবাদীর জমায়েত হয়েছিল। মহামোর্চা নামে একটিও সংগঠন এই প্রতিবাদ সভার আয়োজন করেছিল। এই প্রতিবাদ সভায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সমাজকর্মী তিস্তা সেতালবাদ উপস্থিত ছিলেন।
মুম্বইয়ের পার্শ্ববর্তী নবি মুম্বই ও থানে থেকেও দলে দলে লোক এই প্রতিবাদ সভায় জমায়েত হয়েছিলেন। হাতে জাতীয় পতাকা নিয়ে মোদী-শাহ সে আজাদি, এনআরসি-এনপিআর সে আজাদি ইত্যাদি স্লোগান তোলেন তাঁরা। এদিন সব প্রতিবাদীদের ‛হাম দেখেঙ্গে’ কবিতার পংক্তি আউড়াতে দেখা গিয়েছে। মহিলারা আবার, নিজেদের ঝাঁসির রানী আর জিজা বাঈয়ের মেয়ে বলে নিজেদের তুলে ধরেন।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ