Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

নামাজ থামিয়ে শবরীমালা মন্দিরের পুণ্যার্থীদের জন্য পথ করে দিলেন আন্দোলনকারীরা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের মাঝেই সম্প্রীতির ছবি ধরা পড়ল তামিলনাড়ুর কোয়েম্বাতুরে। সন্ধ্যার নামাজ বন্ধ রেখে শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়া চার পুণ্যার্থীকে যাওয়ার পথ করে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন আন্দোলনকারীরা।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ঘটনাটি শুক্রবারের, এদিন সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলাকালীন নামাজের সময় হয়ে যাওয়ায় নামাজ পড়ার প্রস্তুতি চলছিল। থমকে গিয়েছে শহরের যানবাহনও।

ঠিক এমন সময়ে দেখা যায় চার জন পুণ্যার্থী ভিড়ের মাঝে আটকে পড়েছেন। ভিড়ের থেকে ঘোষণা করা হতেই মুহূর্তে ওই পুণ্যার্থীদের জন্য জায়গা করে দেন আন্দোলনকারীরা। এরপর সহজেই ওই পথ পেরিয়ে যান শবরীমালা আশ্রমের উদ্দেশ্যে রওনা হওয়া ওই চার পুণ্যার্থী।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!