Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

দেশ বিরোধী, রক্তপিপাসু শকুনিরা যেন আরও একটি শাহিনবাগ না করতে পারে, কৃষক বিদ্রোহ নিয়ে মন্তব্য কঙ্গনার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের বিতর্কিত কৃষক বিলের বিরুদ্ধে কৃষকদের জোরদার আন্দোলন অব‍্যাহত। আর এর মধ্যেই কৃষক বিদ্রোহ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন হিন্দুত্বের ঝাঁসির রানী কঙ্গনা রানাওয়াত।

 

গোটা দেশের যারা অন্য জোগায় তাদের বিরুদ্ধে লজ্জাজনক মন্তব্য করেন কঙ্গনা। টুইটে কঙ্গনা লেখেন, ‘‌‘লজ্জা.‌.‌.‌কৃষকদের নামে অনেকেই নিজের আখেড় গুছিয়ে নিচ্ছে। কেন্দ্রের উচিত সেই সমস্ত দেশ বিরোধী, রক্তপিপাসু শকুনি এবং টুকরে গ্যাংকে আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেওয়া।‌’‌’‌ যদিও তাঁর এই বক্তব্যের পরেই পালটা সরব হয়েছেন নেটিজেনরাও। কেউ কেউ আবার তাঁকে সমর্থনও জানান।

 

Leave a Reply

error: Content is protected !!