দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত ১৮ ডিসেম্বর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের সম্ভাবনায় আপত্তি জানানোর জেরে গত কালই সায়ন্তস বসু সহ ৩ নেতাকে শোকজ করেছে রাজ্য বিজেপি। এবার একই কারণে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে শোকজ করল দল। সাতদিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁরা বাইরে যে বক্তব্য রেখেছেন, তা পার্টির নীতিবিরুদ্ধ, তাই তাঁদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, বিজেপির মতো ক্যাডার ভিত্তিক শৃঙ্খলাপরায়ন দলেও শুরু হযে গেল পুরানো কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পালা। এভাবেই বিধানসভা ভোট আসার আগেই বিজেপি হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের দূনীর্তির দায়ে অভিযুক্ত নেতাদের পার্টি, গত ১৮ ডিসেম্বর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এমনকি তাঁর দলে আসাকে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তস বসু । এর দায়ে আজ তাঁকে শোকজ নোটিশ ধরানো হয়েছে।