Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘বদনাম করতে আন্দোলনের মাঝে ‌সমাজবিরোধীরা ঢুকে পড়েছে’‌, দাবি কৃষক সংগঠনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কথা ছিল শান্তিপূর্ণভাবে হবে ট্রাক্টর মিছিল। কিন্তু নাহ্‌। শেষ পর্যন্ত শান্তি আর বজায় ছিল না সাধারণতন্ত্র দিবসে কৃষকদের প্রতিবাদে। ব্যারিকেড ভেঙে দিল্লিতে ঢুকে পড়েছেন সময়ের আগে। কোথাও তাঁরা পাথর ছুড়েছেন পুলিশকে লক্ষ্য করে। কোথাও পুলিশের বাস ভাঙচুড় করেছেন। এসবের নিন্দা করেই বিকেলে বিবৃতি দিল আন্দোলনকারী কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা। জানাল, সমাজবিরোধীরা ঢুকে পড়েছে বিক্ষোভস্থলে।

বিবৃতিতে সংযুক্ত কিসান মোর্চা জানাল, ‘‌কৃষকদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এত সংখ্যক কৃষককে যোগদানের জন্য ধন্যবাদ। তবে আজকের এই অপ্রীতিকর এবং অবাঞ্ছিত ঘটনাকে ধিক্কার জানাই। এই ধরনের হিংসা উদ্রেককারীদের সঙ্গে আমাদের কোনও যোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌আমাদের অনেক চেষ্টা সত্ত্বেও কিছু সংগঠন এবং ব্যক্তি নির্ধারিত পথের বাইরে মিছিল করেছেন। এভাবে নিন্দনীয় পদক্ষেপ করেছেন। শান্তিপূর্ণ মিছিলে সমাজবিরোধীরা অনুপ্রবেশ করেছে। আমরা সব সময় বলে এসেছি, শান্তিই আমাদের সবথেকে বড় শক্তি। হিংসা আন্দোলনেরই ক্ষতি করবে।’‌

সংগঠনের পক্ষ থেকে কৃষকদের বারবার পুলিশ অনুমোদিত পথে ট্রাক্টর মিছিল করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি দেশকে বা জাতীয় নিশানকে অসম্মান করা হয়, এমন কিছু করতে বারণ করা হয়েছে। কৃষকদের এদিনে প্রতিবাদে হিংসার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের কথায়, এই পদক্ষেপ ‘‌দুর্ভাগ্যজনক’‌। ‌

 

 

Leave a Reply

error: Content is protected !!