দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার আসাদউদ্দিন ওয়েসীর দল অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন তথা মিমের ‘নেতা’ পরিচয় দিয়ে শাসকদলে যোগ দিয়েছেন আনোয়ার পাশা। বিহার ভোটে মিম পাঁচটি আসনে জিতেছে। তার পর ওয়েসী জানিয়েছেন, এ বার বাংলায় আসছেন তিনি।
তার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনা মিম হয়তো তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে হবে। এই পরিস্থিতিতে আনোয়ার পাশাকে পাশে পেয়ে এদিন যেন ট্রফি জেতার মতো উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল ভবনে।
কিন্তু এ ঘটনার পরই মিমের অন্য নেতারা যা বললেন তাতে যেন মোহভঙ্গ হয়েছে তৃণমূলের। কী বলেছেন তাঁরা? মিমের কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সোলাঙ্কি বলেছেন, “আনোয়ার পাশা মিম ছেড়ে জেডিইউ-তেও যোগ দিয়েছিলেন। কিন্তু, সুবিধা না করতে পেরে মিমে ফিরে এসেছিলেন। তিনি একজন সাধারণ কর্মী ছাড়া কিছুই নন। তাছাড়া, তাঁকে দল বহিষ্কার করেছে বহু আগেই।”