দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) বহিরাগতদের আক্রমণের মুখে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রশংসা করলেন চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন। বিষয়টিকে তিনি সাহসী পদক্ষেপ বলেও বর্ণনা করেছেন।
There comes a tipping point in everyone’s life. I guess the violence in JNU was
Deepika’s. Salutations Deepika. The country will rember this act of courage. https://t.co/mtpSyYUPkS— Aparna Sen (@senaparna) January 8, 2020
রবিবার সন্ধ্যায় মুখ ঢাকা প্রায় ৫০ জন বহিরাগত জেএনইউতে হামলা চালায়। ছাত্র সংগঠনে সভানেত্রী ঐশী ঘোষ-সহ কংপক্ষে ১৮ জন ছাত্রছাত্রী ও অধ্যাপক আহত হন। বলিউড স্টার দীপিকা মঙ্গলবার বিকেলে জেএনইউ শিক্ষক সংগঠন এবং জেএনইউ ছাত্র সংসদের ডাকা বৈঠকে হাজির হয়েছিলেন।