Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কাশ্মীরে আতঙ্ক কাটেনি এখনও, বাগানেই পচছে আপেল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লালরঙা আপেল মাটিতে এ দিক ও দিক ছড়িয়ে আছে। শ্রমিকের অভাবে বাগানেই পচছে আপেল। কাশ্মীরের শোপিয়ান এলাকার বিশাল আপেল বাগানগুলো অক্টোবরের মাঝামাঝি থেকেই গমগম করে।

এসময় অন্য রাজ্যের ব্যবসায়ীরা আসতে শুরু করেন। শোপিয়ান ছাড়াও পুলওয়ামা, বিজবেহরা, সোপোরের আপেল এসে জমা হয় এই পাইকারি বাজারে। দিনে অন্তত ৩০০ ট্রাক আপেল রওনা হয় দেশ-বিদেশে।

কিন্তু ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরে অস্বাভাবিক নিস্তব্ধতা। নিরাপত্তার অভাবে আপেলবাগানগুলোতে শ্রমিকরা আসছে না। ৮০ টাকা কেজি দামের কাশ্মীরের সেরা আপেল ২৫-৩০ টাকা দরে বেচে দিতে হচ্ছে রাতের অন্ধকারে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!