দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুনে চমকে উঠলেন! বাংলার মাটিতে আপেল চাষ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কঠিন অধ্যবসায় ও পরিশ্রমে নিজের জমিতে আপেল চাষ করে সকলকে অবাক করে দিয়েছেন নদিয়ার হাঁসখালির প্রসেনজিৎ বিশ্বাস।
দিল্লিতে এক বাড়িতে টবে আপেল গাছ দেখে তার আপেল চাষ করার শখ জাগে। সেই মত শুরু করে দেন প্রস্তুতি। ১০ কাঠা জমিতে ৪০টি চারা গাছ লাগান তিনি। যার একটা চারার দাম হাজার টাকা। শুধু লাগিয়ে দিলেই তো হবে না। শুরু করেন পরিচর্যাও। দেন নিয়মিত জৈব সার ও বিষ। আর তাতেই কামাল দেখিয়েছেন তিনি।
এখন তার দশ কাঠা জমিতে ঝুলছে কয়েকশো আপেল। আমেরিকা ও ইজরায়েলের তিন জাতের আপেল রয়েছে বাগানে। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তাঁর সাধের আপেল বাগানের কিছুটা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু তার শ্রম বিফলে যাবে না বলেই আশা দেখছেন প্রসেনজিৎ।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে