Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জেলবন্দি সংবাদমাধ্যম! জামিন পেয়েও ফের গ্রেফতার ‘আরামবাগ টিভি’র সম্পাদক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল ইসলাম, ক্যামেরাম্যান সুরজ আলি খান এবং সফিকুলের স্ত্রী আলিমা বিবির নামে থাকা একটি মামলা বাদে সবক’টি মামলাতেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাকি একটি মামলাতেও শুক্রবার তাঁদের জামিন দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আইনি প্রক্রিয়া সেরে, আরামবাগ আদালতের কাজ মিটিয়ে যখন শনিবার সফিকুলের পরিবার তাঁদের জেল থেকে আনতে গেলে দেখা যায়, সুরজ ও আলিমার জামিন হলেও পুরনো একটি মামলায় সফিকুলকে ফের গ্রেফতার করেছে আরামবাগ মহিলা থানা।

সফিকুলের আইনজীবিদের অভিযোগ, পুরনো একটি মামলায় তাঁকে ফের গ্রেফতার করেছে আরামবাগ মহিলা থানা। এই ঘটনা নিয়ে আরামবাগ মহিলা থানার বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার অভিযোগ এনেছেন সফিকুলের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, যে মামলায় আরামবাগ মহিলা থানা সফিকুলকে গ্রেফতার করেছে সেই মামলাতেই বিচারপতি দেবাংশু বসাক অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন ওঁকে গ্রেফতার করা যাবে না। সোমবার আরামবাগ থানার এই কার্যকলাপ নিয়ে ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সব্যসাচী।

 

 

Leave a Reply

error: Content is protected !!