দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর গ্রেফতারির পর বাক স্বাধীনতা তথা সংবাদমাধ্যমের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিজেপি। এদিন সকাল থেকেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতারা ট্যুইট করে অর্ণবের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছেন।
Congress and its allies have shamed democracy once again.
Blatant misuse of state power against Republic TV & Arnab Goswami is an attack on individual freedom and the 4th pillar of democracy.
It reminds us of the Emergency. This attack on free press must be and WILL BE OPPOSED.
— Amit Shah (@AmitShah) November 4, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন, “কংগ্রেস এবং তাঁর সহযোগী দল গণতন্ত্রকে লজ্জায় ফেলেছে। রাজ্য ক্ষমতার অপব্যবহার করে রিপাবলিক টিভি এবং অর্ণব গোস্বামীর আঘাত হানা হয়েছে। এটা জরুরি অবস্থাকে মনে করাচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার আঘাতের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
We condemn the attack on press freedom in #Maharashtra. This is not the way to treat the Press. This reminds us of the emergency days when the press was treated like this.@PIB_India @DDNewslive @republic
— Prakash Javadekar (@PrakashJavdekar) November 4, 2020
ট্যুইট করে ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং স্মৃতি ইরানি। জাভড়েকর এই ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। স্মৃতি ইরানি ট্যুইট করে লিখেছেন, যাঁরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না তাঁরা ফ্যাসিবাদকে সমর্থন করেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ কড়া ভাষায় সমালোচনা করেছেন।