Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘আমার স্বামীর মৃত্যুর পিছনে অর্ণব গোস্বামী আছেন, পুলিশ সুবিচার করেছে’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২ বছরের পুরনো আত্মহত্যার প্ররোচনা দেওয়ার একটি মামলায় বুধবার সকালে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, লোয়ার পারেলে অর্ণবের বাড়িতে যায় পুলিশের একটি দল। অর্ণবের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আইজি (কঙ্কন রেঞ্জ) সঞ্জয় মোহিতে। তবে আর কোনও তথ্য দিতে রাজি হননি তিনি।

বছরদুয়েকের বেশি সময় ধরে তাঁদের লড়াই চলছে। মাঝে মামলা বন্ধ হয়ে গিয়েছিল। আবারও নতুন করে শুরু হয়েছে তদন্ত। সেই মামলায় গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী। তাতে কিছুটা স্বস্তি পেয়েছেন ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েকের স্ত্রী অক্ষতা।

অর্ণবের গ্রেফতারির পর সাংবাদিকদের অক্ষতা বলেন, ‛আমি কোনওদিন ২০১৮ সালটা ভুলব না। সুইসাইড নোটে আমার স্বামী তিনজনের নাম উল্লেখ করেছিল। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমার স্বামীর মৃত্যুর পিছনে অর্ণব গোস্বামী আছেন। প্রত্যেক ভারতীয়ের কাছে আমার অনুরোধ যে কেউ তাঁর পাশে দাঁড়াবেন না। মহারাষ্ট্র পুলিশ আমাদের সুবিচার করেছে।’

 

Leave a Reply

error: Content is protected !!