পুণে, ২৫ আগস্ট: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য মঙ্গলবার গ্রেফতার হন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। রায়গড়ে এক আদালতে তাঁকে পেশ করা হয়। আদালতের বিচারক এস এস পাতিল বলেন, “আপনাকে গ্রেফতার করা আইনসঙ্গত।”
তাঁকে ১৫ হাজার টাকার জামিনের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। আগামী ৩১ অগাস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের সামনে হাজির হতে হবে। বিচারক রানেকে সাবধান করে বলেন, তিনি যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করেন। সেইসঙ্গে এই মামলার প্রমাণপত্র লোপাট করার চেষ্টা না করেন এবং মামলার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে হুমকি না দেন।