দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দলিত আইকনের অনুগামীদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় বাবা রামদেবের গ্ৰেফতারের দাবিতে সোচ্চার হলেন ডক্টর আম্বেদকর মিশনের সদস্যরা। এমনকী উওরপ্রদেশের গাজিয়াবাদে রামদেবের কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন ডক্টর আম্বেদকর মিশনের সভাপতি অশোক সন্ত। এই ঘটনায় তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রামদেবের বিরুদ্ধে চিঠি লিখেছেন বলে খবর।
জানা গেছে, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে দলিতরা রামদেবের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তার গ্ৰেফতারের দাবিও জানান তাঁরা। সেই চিঠি স্মারকলিপি আকারে তুলে দেওয়া হয় জেলাশাসকের হাতেও। এই মন্তব্য নিয়ে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। কারণ এবার আগুনে হাত দিয়ে দিয়েছেন যোগগুরু। দেশের সংবিধান প্রণেতা তথা দলিতদের কাছে তিনি আদর্শ, সেই বিআর আম্বেদকরের অনুগামীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। এখন দেশের রাজনীতিতে দলিত ইস্যু একটা বড় ফ্যাক্টর। সেখানে ডক্টর ভীমরাও আম্বেদকরের অনুরাগীদের ইনটেলেকচুয়াল টেররিস্ট হিসেবে উল্লেখ করেন বাবা রামদেব। তাতে ক্ষুব্ধ হন এই সংগঠনের সদস্যরা। রামদেবের এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
দলিত ভোটব্যাঙ্ক দেশের রাজনৈতিক দলগুলির কাছে একটা বড় বিষয়। তাছাড়া দলিতরা নিজেদের মেধা দেখিয়ে এখন সমাজের ওপরের স্তরে উঠে আসছে। সেখানে রামদেবের এই মন্তব্য আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। অশোক সন্ত সংবাদিকদের জানান, রামদেব একজন ব্যবসায়ী মানুষ। উনি সাধুর বেশে ভারতীয় জনগনকে বোকা বানাচ্ছেন। আরও বলেন, আমাদের আইকন ডক্টর আম্বেদকর একজন দেশপ্রেমিক ছিলেন। দেশের প্রতি দলিতদের আনুগত্য নিয়ে রামদেবের শংসাপত্রের প্রয়োজন নেই। ভবিষ্যতে এই ধরনের অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকুন। এমন বিতর্কিত মন্তব্য করে দলিতদের অসন্তোষ বাড়াবেন না।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন