Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কেরলে নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্ৰেফতার ২

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাদক খাইয়ে ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। কেরলের মালাপুরমে ঘটনাটি ঘটেছে। দুজন দুজনকে পুলিশ গ্ৰেফতার করেছে পুলিশ। ঘটনায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, আট মাস আগে স্যোশাল মিডিয়ায় ওই নাবালিকার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে অভিযুক্তদের। নির্যাতিতা তার মায়ের ব্যবহার করত। পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব গড়ে ওঠার কারণে সাতজনের সঙ্গে তার কথা হত। সেই সূত্র ধরেই মেয়েটিকে ডেকে পাঠায় তারা। সেখানে একটি বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দেওয়া হয় তাকে। এরপর তার ওপর পাশবিক নির্যাতন চালায় তারা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের সঙ্গে মাদক ব্যবসার কোনও যোগসূত্র তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!