দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ব্রিটেনের এক আদালত নীরব মোদীকে ভারতের হাতে তুলে দেওয়ার রায় দেয়। আদালতের রায়ে বলা হয়েছে, ভারতের আদালতে অনেক কিছু জবাবদিহি করাই শুধু নয়, ভারতে নিরপেক্ষ বিচার হবে না, এমন ভাবার মতো কোনও প্রমাণ নেয়। ব্রিটিশ কোর্টের এই রায়ে প্রত্যর্পণের বিরুদ্ধে দু’ বছর ধরে চলা আইনি লড়াইতে সম্পূর্ণ হার হয়েছে ঋণখেলাপি ব্যবসায়ীটির।
ভারতের আনার পর মুম্বাইয়ের আর্থার রোডের তাঁকে রাখা হবে। তাই সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে আর্থার মুম্বাইয়ের আর্থার রোডের জেল। ১২,০০০ কোটি টাকার ঋণখেলাপি হিরে ব্যবসায়ী নীরব মোদি আসছেন, তাই ব্যবস্থাও থাকছে বিশেষ। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা ১২ নম্বর ব্যারাকের তিনটে সেলের যে কোনও একটিতে রাখা হবে তাঁকে।