Monday, December 2, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আরএসএসের পত্রিকায় তৃণমূলের পক্ষপাতিত্ব! রাজ্যে বিজেপি বিরোধী ভাগবতের সঙ্ঘ?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্য বিজেপির নেতারা যখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে প্রত্যহ মুখ খুলে চলেছেন, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মুখপত্রে শোনা যাচ্ছে উল্টো সুর। সেপ্টেম্বরের শেষে প্রকাশিত সঙ্ঘের বাংলা পত্রিকা ‘স্বস্তিকা’-র একটি নিবন্ধে বলা হয়েছে, ‘‘এটা ঠিক অনেকের কাছে মূল সমস্যা, অভিষেক কেন জেলের বাইরে? এটা অবান্তর চিন্তা। তদন্তকারীদের মতে গ্রেফতার তদন্তের একটি অংশ। পুরো তদন্ত নয়। মনে হয় এই একমুখী ভাবনা এখানকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখছে।’’

শুভেন্দু অধিকারীর নাম না করা হলেও লেখার একটি অংশে সরাসরি তাঁরই সমালোচনা করা হয়েছে বলে মনে করছেন অনেকে। লেখা হয়েছে, ‘‘রাজ্য জুড়ে সারা দিন কীর্তনের মতো বেজে চলেছে— পিসি-ভাইপো চোর।’’ উল্লেখ্য যে, শুভেন্দুর মুখে সব সময়েই এই স্লোগান শোনা যায়। রাজ্যে নানা দুর্নীতির অভিযোগে তদন্ত নিয়ে বিজেপ সঙ্ঘের নীতি কি আলাদা? এমনই প্রশ্নও উঠে গিয়েছে ওই প্ৰবন্ধ প্রকাশিত হওয়ার পর। ফলে বিতর্কের মুখে পড়েছে পদ্ম শিবির। ঘটনাচক্রে, এই বিতর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন স্বস্তিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছেন আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড়ে ‘স্বস্তিকা’-র একটি অনুষ্ঠানে হাজির থাকার কথা ভাগবতের।

Leave a Reply

error: Content is protected !!