দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার দিকে আঙুল তুললেন অরুন্ধতী রায়। মূলত তবলীগ জামাত ইস্যুতেই মিডিয়াকে একহাত নিয়েছেন অরুন্ধতী। ‘দ্য প্যানডেমিক ইজ অ্যা পোর্টাল’ শিরোনামের নিবন্ধে অরুন্ধতী লিখেছেন, ‘এখানে (ভারতে) অর্থনৈতিক দুরবস্থা চলছে। চলছে রাজনৈতিক অস্থিরতা। এর ভেতর মূলধারার গণমাধ্যম ২৪/৭ ঘণ্টা মুসলিম বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে। তবলীগ জামাত নামের একটি সংগঠন লকডাউনের আগে যে সভা করেছে ভাইরাস ছড়ানোর জন্য তাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে।’