দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যত কাণ্ড যোগী রাজ্যে! উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তোলা সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়, সেখানে দেখা যায় এক যুবককে বেধড়ক মারছেন এক ব্যক্তি। আক্রান্ত যুবকের দোষ, তিনি মন্দিরে জল পান করেছেন। এবং তিনি ধর্মে মুসলমান।
This Shirin Yadav is a criminal but @ghaziabadpolice will not take any action kyunki kisi ne abhi tak complaint nahi ki na
Shame on you @Uppolice https://t.co/IL0TH4GMyO
— Kapil (@kapsology) March 12, 2021
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব। তিনি বিহারে বাসিন্দা। ভাগলপুরে তাঁর বাড়ি। তিনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।