Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দলকে লিড দিলেই ১ কোটি টাকা ‘পুরস্কার’, ঘোষণা ফিরহাদের, তীব্র নিন্দা বিরোধীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দলকে এনে লিড দিলেই ১ কোটি টাকা ‘পুরস্কার’ দেওয়া হবে। লোকসভা ভোটে যে ওয়ার্ডগুলিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, সেই ওয়ার্ডগুলিতে দলকে লিড এনে দিতে পারলেই, ওই কাউন্সিলরকে ‘১ কোটির প্রাইজ মানি’ দেওয়া হবে। আজ তৃণমূল ভবনে বৈঠকে ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। একুশের বিধানসভা ভোটে জয় নিশ্চিত করতে পুরমন্ত্রীর এই ঘোষণাকে পাল্টা কটাক্ষ করল বিজেপি শিবিরও।

শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। তার আগে আজ তৃণমূল ভবনে বৈঠকে বসে নেতৃত্ব। যে বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস প্রমুখ। বৈঠকে যোগ দেন তৃণমূলের রণনীতি গুরু প্রশান্ত কিশোরও। সেখানেই ফিরহাদ হাকিম ঘোষণা করেন, ২০১৯ লোকসভা ভোটে যেসব ওয়ার্ডে দল পিছিয়ে ছিল, সেখানে যদি এবার তৃণমূল কংগ্রেস লিড দেয়, তাহলে এলাকা উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে ১ কোটি টাকা দেওয়া হবে।

ফিরহাদ হাকিমের ‘১ কোটির প্রাইজ মানি’ ঘোষণাকে ‘খুনের সুপারি’ দেওয়ার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। চাঁছাছোলা ভাষায় তিনি কটাক্ষ করেন, “তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। দেউলিয়াপনা কোন পর্যায়ে পৌঁছলে একটা দল এভাবে কন্ট্রাক্ট দেয়! এটা তো ভোটে জেতানোর কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। খুন করার জন্য যেমন সুপারি দেওয়া হয়! এটাও তেমন।” পাশাপাশি, সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও তিনি বলেন, “ববির টাকা দেওয়ার টোপ বেআইনি। কার টাকা দেবেন? কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া।”

 

 

Leave a Reply

error: Content is protected !!