Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কলকাতায় আসছেন আসাদউদ্দিন ওয়েসী! একুশে ‘ব্রিগেড চলো’র ডাক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০২১-র জানুয়ারি মাসের প্রথম দিকে কলকাতায় আসছেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। মিমের বঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত জমিরুল হাসান একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছেন ওয়েসী। জানুয়ারি মাস থেকেই তার প্রস্তুতি শুরু করতে চলেছে পার্টি৷

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

জমিরুল হাসানের কথায় আঁচ পাওয়া গিয়েছে, ওয়েসী শহরে এলেই ব্রিগেড সমাবেশের আয়োজন করবে মিম৷ জমিরুল হাসানরা আশা করছেন, ব্রিগেড সমাবেশে তিল ধারণের জায়গা থাকবে না। শুধু তাই নয়, ওয়েসী এলেই উদ্বোধন হবে দলের রাজ্য দফতরের। জানুয়ারি থেকে পুরোদমে এ রাজ্যে রাজনৈতিক কার্মসূচি শুরু করতে চলেছে মিম। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল-মিটিং শুরু করে দিয়েছে দলটি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!