দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার হওয়ায় দৌড়ে থেকেও কমিশনারের পদ ছেড়ে দিলেন অশোক লাভাসা। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে খবর। ৩১ অগস্টের মধ্যে তিনি অব্যহতি চেয়েছেন। ২০২১ সালের এপ্রিল মাসে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা অবসর নেবেন। মনে করা হচ্ছিল এর পরে মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসতে পারেন হরিয়ানা ক্যাডারের ১৯৮০ ব্যাচের আইএএস অশোক লাভাসা।
অতীতে অর্থমন্ত্রকের সচিব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন লাভাসা। অশোক লাভাসাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত লোকসভা নির্বাচনের সময়ে। ২০১৯-এর ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেন বলে অভিযোগ ওঠে। সেই সময়ে নির্বাচন কমিশন তাঁদের ক্লিনচিট দিলেও সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অশোক লাভাসা।
সেই সময়ে প্রধানমন্ত্রী মোদীর তিনটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশোক লাভাসা। বালাকোট হামলার নাম করে ভোট চাওয়া, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংখ্যালঘু আসন ওয়ারনাড় বেছে নিয়েছেন বলা এবং নতুন ভারত পাকিস্তানকে জবাব দেবে বলা। তিন সদস্যের নির্বাচন কমিশনে তিনিই একমাত্র প্রশ্ন তুলেছিলেন। ফলে তা বিবেচ্য হয়নি। জানা গিয়েছে, মেয়াদ শেষের আগেই নির্বাচন কমিশন ছেড়ে তিনি ফিলিপিন্সের এসিয়ান ডেভেলপমেন্টট ব্যাঙ্কের (এডিবি) ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।