দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এশিয়ার সেরা ধনীর তকমা এখন মুকেশ আম্বানির দখলে! ই-কমার্স সাম্রাজ্য আলিবাবার প্রধান নির্বাহী চীনের অন্যতম বিত্তশালী জ্যাক মাকে পিছনে ফেললেন মুকেশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি বিপিপিএলসি সংস্থার দায়িত্ব নেওয়ার পর তার সম্পদের পরিমাণ আরও ফুলে ফেঁপে উঠেছে।
গত বছরের তুলনায় রিলায়েন্সের এ বছরের ব্যবসার হার বেড়েছে ৪০ শতাংশ, বিপি সংস্থার ব্যবসা বেড়েছে ১২ শতাংশ। সব মিলিয়ে রিলায়েন্স গ্রুপের ব্যবসা রাতারাতি ১৩২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। টেলিকম পরিসেবা ছাড়াও, তেল এবং খুচরা ব্যবসায় আম্বানি সাফল্যের মুখ দেখেছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন