দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমে পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ১০ দিনের মাথায় এই জালিয়াতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাসকদল বিজেপির এক নেতাকে গ্রেফতার করল অসম পুলিশ। ধৃত ডিবন ডেকা ২০১১ সালে নলবাড়ি জেলার বড়খেত্রি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি–র হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন। বুধবার রাতে তাঁকে সদ্য ঘোষিত বাজালি জেলার পাতাচরকুচি থেকে গ্রেফতার করে পুলিশ।
৪৩ বছর বয়সী ওই বিজেপি নেতাকে জেরা করার জন্য গুয়াহাটিতে এনেছে সিআইডি–র একটি দল। এদিকে, এই ঘটনায় আর এক প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পিকে দত্ত এখনও পলাতক রয়েছেন। পুলিশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অসম পুলিশে ৫৮৭ জন সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে ২০ সেপ্টেম্বর পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়।