Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মাথায় নামাজের টুপি পরায় ইন্সপেক্টর শওকত আলিকে বরখাস্ত করল অসমের বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী বলেছিলেন, পােশাক দেখেই দুষ্কৃতীদের চেনা যায়। কিন্তু আইনের পােশাক পরার পরেও যখন উত্তরপ্রদেশের পুলিশটিকে শুধুমাত্র দাড়ি রাখার কারণে বরখাস্ত করা হল, তখন বােঝা গেল, ধর্মীয় চিন্থ দেখে বিচারে কাজও দেশে শুরু হয়ে গেছে। সেই ধারাকেই অনুসরণ করে এবার অসমে বরখাস্ত হলেন সাব ইনস্পেক্টর শওকত আলি। অসম পুলিশ বেতার সংস্থার ( এপিআরও ) এই কর্মীকে ডিউটিতে থাকাকালীন অবস্থায় মাথায় ধর্মীয় টুপি পরার জন্য বরখাস্ত করা হয়েছে কাজের সময় নিয়ম লঙ্ঘন করার দায়ে।

উল্লেখ্য , এই টুপি পরে মুসলিমরা দিনে পাঁচ ওয়াক্ত নামায পড়েন। শওকত আলির টুপি পরা ছবি সােশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। কর্তব্যরত অবস্থায় তিনি মাথায় টুপি পরিধান করেছিলেন। তারপরেই তাকে সাসপেন্ড করা হয়। সাবইন্সপেক্টর আলিকে অসমের রাজধানী দিসপুরে এপিআরও অফিসে পােস্টিং করা হয়েছিল। অনিয়মানুবর্তিতা, নিয়মভঙ্গের অযৌক্তিক আচরণ এবং ইউনিফর্ম বিভাগীয় রুল লঙ্ঘনের কারণে বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

এ দিকে সওকত আলি জানান, নামাযের পরে টুপি খুলতে ভুলে গিয়েছিলাম। সেই সময় কেউ ছবি তুলে সােশ্যাল মিডিয়ায় পােস্ট করে দেয়। আমি এর আগে কোনও
নিয়মভঙ্গ করিনি। এই সামান্য নিয়মভঙ্গের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও দেওয়া হয়েছে দর্শানাের নােটিসও দেওয়া হয়েছে বরখাস্তের সঙ্গে সঙ্গে।

সাব ইনপেক্টরের এই বরখাস্তের ঘটনার প্রতিবাদ করেছেন বহু ব্যক্তি । তাদের মত , মুসলিমদের জন্যই দেশে সমস্ত নিয়মনীতি সংরক্ষিত। তাদেরকেই নিশানা করে হেনস্থা করা হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!